দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম ও এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ২৭ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত নিয়মিত মামলার আসামী নওয়াপাড়া ইউনিয়নের বেজোরআটি গ্রামের করিম গাজীর ছেলে নুরুজ্জামান গাজী (৪০) এবং সিআর ৭৭২/২২ মামলার আসামী উত্তর সখিপুরের আফসার আলীর ছেলে আব্দুল্যাহ গাজী (৩২)। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।
ফরহাদ হোসেন নীলয়
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.