দুদকের মামলা তালার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কারাগারে

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সিনিয়র সভাপতি শেখ গোলাম মোস্তফাকেখুলনা জেলা জজ আদালতে ৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার(২৩ মার্চ)এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে,গোলাম মোস্তফা২০১১ সালে তালার কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ভিজিডি’র চাল চুরির ঘটনায় দূর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় চেয়ারম্যান সহ ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রোকসানা পারভীনকেও আসামী করা হয়। উক্ত মামলায় আজ তাদেরকে খুলনা জেলা দায়রা জজ আদালত দুর্নীতির সাথে ভিজিডি’র চাউল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয় । ইউনিয়নের একটি বিশেষ সূত্রে জানা যায়, উক্ত সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেনাশকতামূলক রাষ্ট্রদ্রোহীমামলা আছে এবং নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।