রবিবার (১৮ জুলাই) সকালে, বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৬ জন নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।সূত্র,ডিবিসি নিউজ