Type to search

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত, আহত ৫০

জেলার সংবাদ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত, আহত ৫০

অপরাজেয়বাংলা ডেক্স: রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রবিবার (১৮ জুলাই) সকালে, বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৬ জন নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।সূত্র,ডিবিসি নিউজ