স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানার বড় বাজার এলাকা থেকে সন্ত্রাসী মোঃ তুহিন ওরফে হৃদয়(২৮)কে দুইটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হৃদয় যশোর সদর থানার ঘোপ, বউ বাজার এলাকার নূর ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রইচ আহমেদ, এসআই নিতাই চন্দ্র দাস,এএসআই ইমদাদুল হক,এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় ঈদ পূর্ববর্তী আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি কালে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কোতোয়ালি থানাধীন বড় বাজার এলাকা থেকে দুটো বার্মিজ চাকুসহ তুহিন ওরফে হৃদয়কে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় এসআই মোঃ রইচ আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.