শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় দলিত
শ্রেণী শিক্ষার্থী অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা উদ্যোগে এক বছরের খাতা কলম ও জ্যামিতি বক্স সহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অশ্রুুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ২০ জন দলিত শ্রেণী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার সাহাজাদী বেগম, অশ্রুমোঢন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শোভা রানী বাড়ৈ , অশ্রুমোচন সংস্থার সভাপতি রূপালী বিশ্বাস, প্রোগমার অফিসার নাসির উদ্দিন,কো-অডিটার সুমিত্র সরকার ,দলিত শ্রেণীর শিক্ষা কেন্দ্রের শিক্ষক সাধনা রানী দত্ত, আলপনা রানী রায়। শিক্ষা সহায়তা পেলেন রিমা রানী দাস,সেজুতি খাঁ, নিপা রানী মন্ডল, হৃদয় কুমার দাস, রচনা রানী সরদার, বিথী রানী দাস, চৈতি রানী দাস,
জ্যোতি কুমার, ঋতু দাস, কামনা বিশ্বাস, শোভন কুমার দাস, সুভাষচন্দ্র খা, বাসুদেব দাস ,জয়িতি রানী দাস, শোভা বিশ্বাস, জবা রানী মন্ডল,চয়ন দাস,প্রন্তি দাস, সম্রাট দাস অনুষ্ঠান শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.