Type to search

দর্শনায় ২ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

জেলার সংবাদ

দর্শনায় ২ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

 চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দর্শনায় ভ্রাম্যমান আদালতে দোয়েল ফার্মেসী ও আলো ফার্মেসীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল  দর্শনা পুরাতন বাজারে দোয়েল ফার্মেসীতে ১০ হাজার ও রেল বাজারে আলো ফার্মেসীতে ১ হাজার সহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ তাসফিকুর রহমান দর্শনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পুরাতন বাজারে দোয়েল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা ও রেল বাজারে আলো ফার্মেসীতে স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর রেল বাজারে আরও বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয় তবে সেখানে তেমন কোন সমস্যা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়। তবে রেল বাজারে মনজু ফার্মেসী অভিযানের খবর পেয়ে ফার্মেসী বন্ধ করে চলে যায়।
অভিযান পরিচালনার সময় সকল ফার্মেসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এইচ তাসফিকুর রহমান বলেন, আপনারা নিয়ম মেনে সঠিক ভাবে ব্যবসা করবেন। নিয়মের বাহিরে কোন কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন, জেলা ড্রাগ সুপার শফিউল ইসলাম, দর্শনা পৌরসভার পক্ষে জাহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম, দর্শনা থানার একটি টিম।