শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃদক্ষিণ অঞ্চলে তূলা গবেষণা ও সম্প্রসারণ কৌশল
নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১ জগদীশপুর তুলা গবেষণা ও
বীজবর্ধন খামার আয়োজনে তুলা গনেষণা ও সম্প্রসারণ কৌশল শীর্ষক আলোচনা সভায় নির্বাহী পরিচালক তুলা উন্নয়ন বোর্ড ঢাকা রিজাউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় এ
এস এম গোলাম হাফিজ। যশোর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রেজারার ড.হাসান আল মামুন,উপ প্ররিচালক তুলা উন্নয়ন বোর্ড ঢাকা কুতুব উদ্দিন,সিনিয়র সীড প্রডাকশন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা মাহামুূুল হাসান,পরিচালক(পরিকল্পনা ও মূল্যায়ন) কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর ড.মাজহারুল আনোয়ার, যশোর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার এছারা উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার তাছমিন জাহান, কটন এগ্রোনমিস্ট তুলা গবেষনা প্রশিক্ষণ ও বীজবর্ধন খামার জগদীশপুর চৌগাছা ড.মোহাম্মদ জোবায়ের ইসলাম তালুকদার, জগদীশপুর তুলা গবেষণা ও প্রশিক্ষণ বীজবর্ধন খামার ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক কর্মশালায় তুলা উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের সাথে সম্পৃক্ত অংশীজনদের প্রশিক্ষণ দেয়া হয় । অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরি চাষী ও উদ্যোক্তাদের উপহার দেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.