প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৩, ৩:৩২ পি.এম
তোমায় হারিয়ে

বিলাল মাহিনী
...তোমায় হারিয়ে
আজও রই পথ পানে চেয়ে
একলা থাকার ক্ষণে
তোমায় পড়ে মনে
শুধু তোমায় পড়ে মনে।
জানি না কেনো_
হয়ে যাই আনমনা
সব চেনা পথ_
হয়ে যায় অচেনা।
বিহঙ্গ পাখিরা জানে_
দূরের আকাশ পানে
তার সাথে _
মনের কথা কই
আর চুপটি বসে রই।
নীল দীপালো ক্ষণে
তোমায় পড়ে মনে
একেলা নির্জনে, অশ্রু অক্ষি কোনে।
ঝি ঝি পোকারা জানে_
কাটে রাত্রি জাগরণে,
চাঁদ মামা কয় শুনে_
'থাকবো তোমার সনে'।
তুমি ছিলে পাজর ঘেঁসে
তুমি ছিলে নয়ন সই,
আজও তোমায় ভালোবেসে
শত দুঃখ ভুলে রই।
বাঁশের বাঁশি জানে_
কত্তো ব্যথা মোর প্রাণে
তুমি ফিরে আসো, আমার পাশে বসো
শুধু আমায় ভালোবাসো,
শুধুই আমায় ভালোবাসো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.