তালায় ১৮ টি গাঁজা গাছসহ গ্রেফতার-১

পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার তালার ঘোনা গ্রামের অভিযান চালিয়ে ১৮টি কাচা গাঁজা গাছ সহ অসিত বিশ্বাস নামক একজন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে ঘোনা গ্রামের মৃত.প্রফুল্ল বিশ্বাসের ছেলে।
শনিবার(২০ মে) রাত্র আনুমানিক ১ টা ৪৫ মিনিটে তালা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে,ঘোনা গ্রামের ধৃত অসিত বিশ্বাসের বাড়ির পিছনের ফাঁকা জায়গায় পরিচর্যা করে গাঁজা গাছের চাষ করছেন। এমতঅবস্থায় তালা থানায় এসআই মনিরুজ্জামন, এসআই রাজিব সরদারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের তথ্যমতে ওই জায়গা হতে ১৮টি গাঁজা গাছ সহ পরিচর্যাকারী অসিতকে গ্রেফতার করেন থানা পুলিশ।
উদ্ধারকৃত গাছের বিবরণ হলো, ১৮ (আঠার) টি কাঁচা গাঁজা গাছ যাহা, কাঁচা অবস্থায় শিকড়সহ লম্বা অনুমান যথাক্রমে (১) ৫৯ ইঞ্চি ১২টি, (২) ৬৮ ইঞ্চি ০২টি, (৩) ৮০ ইঞ্চি ০৩ টি ও (৪)১০০ ইঞ্চি ০১ টি যাহা কাঁচা অবস্থায় শিকড় সহ সর্বমোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, গাজাঁ গাছ সহ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।