তালায় প্রেমের সম্পর্কের জের ধরে কলেজ ছাত্রীর গলায় রশি দিয়ে আত্নহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটা বাতুয়াডাঙ্গা গ্রামের ডাঃচন্দ্রকান্ত মন্ডল এর কলেজ পড়ুয়া কন্যা জয়া ররানী মন্ডল ( ১৭) গতকাল গভীর রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে খেশরা ক্যাম্পের এস আই শফিউল্লাহ ঘটনা স্হলে আসেন। তবে নিহতের লাশ ময়না তদন্ত করার জন্য তেলপাড় শুরু করলে ও অবশেষে লাশ রেখে দাহ করার নির্দেশ দেন।
সরজমিন উপস্হিত থেকে জানা গেছে জয়ারানী মন্ডলের সঙ্গে তালার মাদরা গ্রামের সুবল গাইনের পুত্র শাওন মন্ডলের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল। তারই সুত্র ধরে গত এক সপ্তাহ আগে প্রেমিক ও প্রেমিকা উভয় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এমন কি ত্রা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে স্হানীয় মেম্বরদের মাধ্যমে মিমাংসা করে জয়া রানী কে তার পিতা বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসে।
এমতঅবস্হায় জয়ারানী ৪/৫ দিন বাড়ীতে থাকা অবস্হায় গতকাল রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। এ বিষয়ে অত্র। ওয়াডের ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান জয়া রানী গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে এটা সত্য । তবে এলাকার অনেকে জানান জয়ারানী মন্ডল অভিমানে হয়ত আত্নহত্যা করতে পারে । খেশরা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু জানান এটা তেমন কেন বিষয় না। তবে এখানে এসে শুনলাম জয়া রানী মাদরা গ্রামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছিল। হয়ত অভিমানে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচেছ। তবে এ ঘটনায় তালা থানায়একটি অপমৃত্যু মামলা হয়েছে।