তালায় একইদিনে বন্ধ হল দুই বাল্যবিয়ে

পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার
তালা উপজেলার পল্লীতে একইদিনে দুই বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় এক কিশোরীর মাকে ৫ হাজার টাকা এবং বাল্যবিবাহে সহযোগিতার জন্য শেখ কামাল উদ্দীন নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার তালা সদর ইউনিয়নের মুড়াকালিয়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল। এ সময় মহিলা বিষয়ক অফিসের আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম ও ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল ইসলাম সেখানে হাজির হয়।পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ঘটনাস্থলে গিয়ে মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিবাহের আয়োজনে সহযোগিতার জন্যে শেখ কামাল উদ্দীন নামের আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একইদিনে উপজেলার কুমিরা গ্রামে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় কনের পিতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে নিয়ে মুচলেকা দেওয়া হয়।একই সাথে নিষেধজ্ঞা ভঙ্গকরলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করে দেওয়া হয়।