প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ২:৪৬ পি.এম
তালার সোনালী দে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে নির্বাচিত

পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার সোনালী দে তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষক সোনালী দে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ গৌরব অর্জন করেছেন।
তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা গ্রামের বিমল কুমার দের ছোট কন্যা।
উল্লেখ্য তিনি ২০১৩ সালে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরী জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ বেতার কেন্দ্রের নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন। ২০২২ সালে তিনি মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সহিত কৃতিত্ব অর্জন করেন। তিনি আনসার ভিডিপি ও স্বাস্থ্য শিক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া দলুয়া এলাকায় শিক্ষকতা সহ অন্যান্য আচার-আচরণে যথেষ্ট সুনাম রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.