উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
র্য্যাব -১০,সিপিসি -২ শ্রীনগর ক্যাম্প
১৫/০৭/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় র্যাব -১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল ধলেশ্বর নামক এসি বাসে অভিযান চালিয়ে ৩৭,০৭০ পিচ ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে র্যাব-১০।
র্যাব -১০ জানান,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে নিউ বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে।
এমন সংবাদটি প্রাপ্ত হয়ে মূল্যমানের ৩৭,০৭০ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের নাম ১। জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর,খুলনা, ২। রানা বেগ (৩৫), পিতা- মৃত মোতালেব বেগ, সাং- দৌলতপুর আঞ্জুমান রোড, থানা- দৌলতপুর, খুলনা, ৩। মোঃ সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, সাং- খোদাবক্স, থানা- বানারিপাড়া,বরিশাল ও ৪। শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, পিরোজপুর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। প্রকাশ থাকে যে, আসামী জ্যোতি খাতুন (২৫) কে শালীনতার সহিত তল্লাশীকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রং এর টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর (৬২+৬২+৬২)= ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রং এর সর্বমোট (২০০*১৮৫+৭০)= ৩৭,০৭০ (সাঁইত্রিশ হাজার সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, আসামী রানা বেগ (৩৫) এর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১০,০০০ (দশ হাজার) টাকা* এবং আসামীগণের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০৬টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.