Type to search

ডিভাইন গ্রুপের চৌগাছা কংশারীপুর মহা শ্মশানের মাটি কাটা, পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের

চৌগাছা

ডিভাইন গ্রুপের চৌগাছা কংশারীপুর মহা শ্মশানের মাটি কাটা, পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের

চৌগাছা কংশারীপুর মহা শ্মশান নিজস্ব জাগা থেকে মাটি কেটে পুকুর সৃষ্টি করে ডিভাইন গ্রুপ পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায় কংশারিপুর মহা শ্মশান নিজস্ব জায়গায় মাটি কেটে নিয়ে যায় ডিভাইন গ্রুপ এ সমায় যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। গত শুক্রবার (২৬আগষ্ট) রাতের আঁধারে জেটি
কল দিয়ে কংসারিপুর মহাশ্মশানের নিজস্ব জায়গা থেকে মাটি কেটে ডিভাইন গ্রুপের কোল্ড স্টোরের ভিতর নিজের জায়গায় ভরাট করেন। মহাশ্মশানের সমাধী ও চিতা ,৫০টির বেশি কঙ্কাল সহ মাটি নিয়ে ডিভাইন গ্রুপের পাশে থাকা কোল্ড স্টোর

ভিতরে নিজের জায়গা ভরাট ও সমতল করেন। মহাশ্মশানটি কংসারিপুর গ্রাম, তাননিবাস গ্রামে,টেংগুরপুর গ্রাম ,৩ গ্রাম মিলে মহাশ্মশানটি অবস্থিত। শনিবার (২৭আগষ্ট)টেংগুরপুরের এক বৃদ্ধা স্টোক করেন মৃত্যুবরণ করেন । তিনার সমিধী দেওয়ার জন্য জায়গাটুকু নেই মাটি কেটে সাভার করে দিয়েছে ডিজাইন গ্রুপ। শনিবার সকালে বৃদ্ধার লাশ সহ মিছিল নিয়ে চৌগাছা ভাস্কর্য মরে যাচ্ছিল এমন সময় উপজেলা প্রশাসন  নির্বাহী অফিসার , সরকারি কমিশনার(ভূমি), চৌগাছা থানার পুলিশ টের পেয়ে কংসারিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন মহাশ্মশানের মাটি নিয়েগিয়েছেন ৩ দিনের ভিতর মাটি ভোট করে দেবেন আশ্বাস দেন। রবিবার (২৮আগষ্ট) মহাশ্মশানের মাটি কাটা পরিদর্শন আসেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, কোষাধ্যক্ষ শুভাশিস ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, গণ সংযোগসম্পাদক উৎপল ঘোষ, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজার জন পরিষদের সভাপতি অশোক হালদার, সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের

সদস্য অনন্ত সরকার সহ স্থানীয় সনাতন ধর্ম জনসাধারণ ও সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান ড, মোস্তানিছুর রহমান ও
উপজেলা নির্বাহী অফিসার ইরুপা সুলতানা জেলা নেতৃবৃন্দ কাছে বলেন মহাশ্মশানের মাটি গর্ত করে মাটি নিয়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং ৩ দিনের ভিতর মাটি ভরাট করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *