শনিবার সকাল পৌনে সাতটার দিকে পুরানাপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। হতাহতরা সবাই বাসের যাত্রী।রেলেগেটে দায়িত্ব থাকা প্রহরী ঘুমিয়ে থাকায় এই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর শান্তাহার থেকে পার্বতীপুর- জয়পুরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সূত্র, DBC বাংলা