প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ১১:৪১ পি.এম
টিসিবির পণ্য মোড়ক বদলে বিক্রি করায় নড়াইলে দোকানিকে জরিমানা

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় টিসিবির পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বিক্রির অপরাধে এক দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) উপজেলার দুর্গাপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান ও নড়াইল সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদরের দোকানি দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক দোকানি টিসিবির সয়াবিন তেল ও মশুর ডাল মজুদ করে বিক্রি করছিলেন। এমন খবরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ দল মুদি দোকানটিতে অভিযান চালায়। এ সময় টিসিবির স্টিকারযুক্ত ৪৮ বোতল দুই লিটারের সয়াবিন তেল (মোট ৯৬ লিটার) এবং ৮০ কেজি মশুর ডাল জব্দ করা হয়। দোকানি স্বীকার করায় তাকে ২৬ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ মালামাল রাষ্ট্রীয় হেফাজতে নেয় ßq সতর্ক করা হয়েছে।#
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.