Type to search

টানা ৫দিন যশোর ডিসি অফিসে অবস্থান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির

জাতীয়

টানা ৫দিন যশোর ডিসি অফিসে অবস্থান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির

প্রিয়ব্রত ধর:
ওমিক্রম পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্ট কালের অবস্থান কর্মসূচি শেষ- নতুন কর্মসূচি ঘোষণা
ভবদহের স্থায়ী জলাবদ্ধ নিরসনের লক্ষ্যে অলীক ও কল্পনা প্রসূত সেচ প্রকল্প বাতিল করে বিল কপালিয়ায় টিআরএম চালুসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
গত রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য যশোর ডিসি অফিস চত্বরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের ক্ষতিগ্রস্থ জলাবদ্ধ এলাকার কৃষক- কৃষাণী, সাধারণ নারীপুরুষ, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ অনির্দিষ্ট কালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।
কিন্তু সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও অতি সংক্রমণশীল করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় ও সরকার ঘোষিত বিধি নিষেধ এবং দেশ ও দেশের জনগণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা আজ ১৩ ডিসেম্বর ( বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত ডিসি অফিস চত্বরে করোনার বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ব্যানার,ফেস্টুন নিয়ে কয়েকশত ভুক্তভোগী জনগণ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
ভবদহ এলাকা জনগণকে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য ঘোষিত ৬ দফা- প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ জন্য নেওয়া অবিবেচনাপ্রসূত ও প্রহসনমূলক সেচ প্রকল্প বাতিল; ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম চালু; ভবদহ স্লুইস গেটের ভাটিতে পাইলট চ্যানেল করার জন্য ৫-৬টি স্কেভেটর চালিয়ে ভবদহ মোহনার নদী মুক্তেশ্বরী,শ্রী টেকা,হরি নদীর বুকে সঞ্চিত পলি অপসরণ এবং ২১,৯ও৮ ভেন্টের গেটসমূহ উঠানামার ব্যবস্থা করা; ভবদহ জনপদের ফসল, বাড়িঘরসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ , কৃষি ঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা; আমডাঙ্গা খাল সংস্কার কাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙিয়ে কাজের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আজ বেলা দুইটার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ভবদহ সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির।
কর্মসূচি অনুযায়ী, ২৪ জানুয়ারি রাজধানী ঢাকাতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও সমস্যার সমাধান না হলে যশোরে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আমাদের ন্যায় সঙ্গত দাবি জানিয়েছি। দায়িত্বশীল ব্যক্তিদের নিকট থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ায় আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করব। তাতেও যদি দায়িত্বশীলদের আচরণে পরিবর্তন না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। জীবন বাঁচাতে প্রয়োজনে আমরা মহাসড়ক অবরোধ করব।’
পঞ্চম দিনের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাস, আবদুল আজিজ, নিছার আলী গাজী, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু, হাবিবুর রহমান মোহন, পলাশ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য গত ৫ দিন যাবত ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করার জন্য অংশ গ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
সংগ্রহ