
- উৎপল ঘোষ,ক্রাইইম রিপোর্টার :
ঝিনাইদহ মহেশপুর থানাধীন বজরাপুর এলাকা হতে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব -৬।
১৭ নভেম্বর ২০২৪ ইং র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, কতিপয় মাদক ব্যবসায়ী মটর সাইকেল যোগে মাদক বহন করে মহেশপুর থেকে ঝিনাইদহ সদর এর দিকে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ০১নং এস.বি.কে খালিশপুর ইউনিয়নের বজরাপুর গ্রামস্থ রাজা বাদশা স্যানেটারি এন্ড কুটি হাউজ এর সামনে খালিশপুর টু কোটচাঁদপুর হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করাকালীন দ্রুত গতিতে ০১ টি মটর সাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে পালিয়ে যাবার সময় মোটর সাইকেলে বসা চালকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী – ১। মোঃ ইমামুল হোসেননয়ন (২০), পিতা- অমিদুল ইসলাম, সাং- নাটিমা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ, ২। মোঃ ডালিবুর বিশ্বাস রানা (৩৪), পিতা- মোঃ আমজাদ বিশ্বাস, ৩ । মোঃ রাসেল (১৯), পিতা- সাইফুল বিশ্বাস, উভয় সাং- মেদিনীপুর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেন্সিডিল-১৯০ বোতল, ০১টি মোটরসাইকেল, ০৪টি মোবাইল ফোন, নগদ – ৫০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।