
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ১২ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামিকে গ্রেফতার করে র্যাব-৬।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানি জানান,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ০৬টি মামলা ও মাদক মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- জরিমানা এবং অনাদয়ে আরও ০৬ মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- আঃ মান্নান, সাং- বাড়িবাথান, ঝিনাইদহ হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।