Type to search

ঝিনাইদহে শ্রমিকদের অবরোধ, যানবাহন বন্ধ

জেলার সংবাদ

ঝিনাইদহে শ্রমিকদের অবরোধ, যানবাহন বন্ধ

 

 

অপরাজেয় বাংলা ডেক্স : ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড তুলে দেওয়া প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধের কারণে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। যাত্রীরা পড়েন দুর্ভোগে।
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান জানান, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কাছ থেকে জায়গাটি লিজ নিয়ে মাইক্রোবাস ও কার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সকালে হঠাৎ করে প্রশাসনের লোক এসে স্ট্যান্ডের মাইক্রোবাস ও কারগুলো সরিয়ে দিতে থাকে কোনো নোটিস ছাড়াই। এর প্রতিবাদে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সব সড়ক অবরোধ করেন। পরে থানা পুলিশ এসে সেখানে স্ট্যান্ড রাখার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা দুপুর একটার দিকে অবরোধ তুলে নেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছেন। যানবাহন চলাচল এখন স্বাভাবিক আছে। সূত্র, সুবর্ণভূমি