নিহত সম্রাট ওই গ্রামের সমিরদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে রাস্তার পাশে সম্রাটের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে, সেটা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম