Type to search

ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলার সংবাদ

ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলে পৌর ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ সপ্তাহব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের সভাকক্ষে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, ভূমি সেবা ডিজিটালাইজেশন, ডিজিটাল ভূমি সেবা বিষয়ক আলোচনা সভায় ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল দেশ থেকে এখন স্মার্ট দেশের দিকে অগ্রসর হতে যাচ্ছে। সেই সাথে স্মার্ট ভূমি কর্যক্রমে আমাদের সেবা সাধারণ মানুষের জন্য হাতের মুঠোয় চলে যাবে এবং বাড়িতে বসেই সরকারি সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসার (নায়েব) পারভিন নাহার, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, শবনম পারভিন, দেবাশীষ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, স্বপন কুমার ঘোষ,উপজেলা ভূমি অফিসের পেশকার তৌফিকুল ইসলাম, নাজির (ভারপ্রাপ্ত) শিশির কুমার দাস, মিউটেশন সহকারী নাজমুল হুসাইন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী সহ আরও অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, ভূমি সেবা ডিজিটালাইজেশন, ডিজিটাল ভূমি সেবা বিষয়ক ভিডিও প্রদর্শনের উপর প্রশ্ন উত্তর পর্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদ।