আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ইউনিট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা প্রদান করায় পেলেন সম্মাননা স্মারক। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের রুমে এই সম্মাননা স্মারক তুলে দেন কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলার ক্যাম্পুরী চিপ কমিশনার এসএম আকিফুজ্জামান, সহকারী শিক্ষক ও ডেপুটি ক্যাম্পুরী টিফ মোঃ আব্দুর রশিদ (এএলটি)। এ বিষয়ে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, কখনো কারও একার পক্ষে কোন কিছু অর্জন করা সম্ভব হয় না। আমার কোমলমতি শিশু সন্তানদের সাফল্যের চাকিকাঠি মাধ্যমে আমার এই প্রাপ্তি। আমার এই প্রাপ্তিটা আমি আমার সকল কোমলমতি শিশু সন্তানদের প্রতি উৎসর্গ করলাম। আমি দোয়া করি আমার কোমলমতি শিশু সন্তানরা সর্বদা সুস্থ্য ও ভালো থাকুক।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.