ঝিকরগাছা বি এম হাই স্কুলের এডহক কমিটি র সভাপতি নিপুন ও সদস্য সচিব আব্দুস সামাদ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন ও সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুস সামাদ। এছাড়াও উক্ত কমিটিতে রয়েছেন শিক্ষক সদস্য মো. বেনজির আহমেদ, অভিভাবক সদস্য মো. মাসুদুর রহমান। সোমবার (২৮ এপ্রিল) স্কুলের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দিয়েছেন যশোর জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক ড. মো. কামরুজ্জামান।
সদ্য মনোনীত সভাপতি ও সদস্য সচিব তাদের এক প্রতিক্রিয়া জানিয়েছেন, স্কুলের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করে যাব। আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ,অভিভাবক সহ সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি। সেই সাথে মহান আল্লাহ তায়ালার নিকট ফরিয়াদ আমি যেন প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে পারি।