আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা বাজারের রাজাপট্টি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়ক দুর্ঘটনায় আকাশ বিশ্বাস (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। সে নড়াইল জেলার কালিয়া থানার বি-পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে ঝিকরগাছা বাজারের রাজাপট্রি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে আকাশ বিশ্বাস (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ঝিকরগাছা কটাখাল গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথিমধ্যে ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭২২০) এর সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারণ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঝিকরগাছায় দুপুরের সময় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকে চালক পলাতক আছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.