আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার অভিভাবকদের নিয়ে মা সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে পেন ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে স্বপ্নলোকের পাঠশালার ০২টি ক্যাম্পাসের ৭০জন শিক্ষার্থীদের অভিভাবকের নিয়ে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা'র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, স্বপ্নলোকের পাঠশালা'র রতœা ইসলাম ও শিক্ষক বিথী খাতুন, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মায়মুনা সুলতানা একা সহ আরও অনেকে। উল্লেখ্য, উক্ত মা সমাবেশ আসন্ন অনুষ্ঠিতব্য চুড়ান্ত পরীক্ষা, বার্ষিক বনভোজন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও মেডিকেল ক্যাম্প প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.