আফজাল হোসে চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত¡াবধানে বেগম রেকেয়া দিবসে উপজেলার মধ্যে পাঁচ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচজন নারী। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস হোসেনে ওরফে ইলিয়াজ মাহমুদের সহধর্মিনী মেফতাহুল জান্নাত, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পৌরসদরের পুরন্দরপুর গ্রামের শাহাজান আলীর সহধর্মিনী জোছনা খাতুন, সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের আব্দুল খাঁ এর সহধর্মিনী আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পানিসার ইউনিয়নের সৈয়েদপাড়া গ্রামের দবির উদ্দীনের মেয়ে পারুল খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য আবদান রেখেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, সদর ইউনিয়নের আকবর আলীর সহধর্মিনী মাফরুহা আকবর শিল্পী।
উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম কমিটির সভাপতি মোঃ মাহবুবুল হকের হাত থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার গ্রহণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.