আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহŸায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) আমির হোসাইন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.