ঝিকরগাছায় বিভিন্ন দপ্তরে জামায়াতের উদ্যোগে কোরআন বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে সকল সরকারী অফিস, মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের দপ্তরে মুসলিম ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) সরকারি নিয়মে অফিস টাইমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেনউপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল হামিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রশাসনিক সেক্রেটারী মোঃ শিমুল হোসেন সহ আরও অনেকে।