ঝিকরগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গণতন্ত্র অগ্রযাত্রা কর্মসূচি পালিত
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গণতন্ত্র অগ্রযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৭জানুয়ারী) বিকেলে এ কর্মসূচি উপলক্ষে অগ্রযাত্রা, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, চাঁদাবাজি দখলদারিত্ব, নীতি-হামলা বন্ধকরণ, জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, শ্রমজীবী-মেহনতী মানুষের দাবি মেনে নেওয়াসহ ১৮ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ পরবর্তী পারবাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত গণতন্ত্র অগ্রযাত্রা করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির জেলা সহ-সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ঝিকরগাছা উপজেলা সভাপতি আব্দুর রহিম, বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব, প্রকৌশলী আবু হাসান, জাকির হোসেন ইব্রাহিম খলিল, জসীমউদ্দীন, আব্দুর রশীদ সহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.