আফজাল হোসেন চাঁদ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে এবং যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ০৩ মাস মেয়াদী “সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা” প্রকল্পের অধীনে ৯০জন শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্সের বিশেষ ক্লাস পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা পরিষেদের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আহসান কবীর। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তথ্য প্রযুক্তির যুগে আইসিটি দক্ষতা অর্জন করার বিকল্প নেই। আইসিটি দক্ষতা অর্জনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভাবে ও লাভবান হওয়া যাবে। ধীরে ধীরে দেশ উন্নত বিশ্বে প্রবেশ করবে।
শনিবার সকালে পেনফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত পৌরসদরের বাজারে অবস্থিত রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের বিশেষ ক্লাসের অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ’র সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন ওরফে মেঘনা ইমদাদের সঞ্চালনার মধ্যদিয়ে উপস্থিত ছিলেন, রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইমামুল হুসাইন ইমন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, প্রশিক্ষক লিপি খাতুন ও পপি রাণি, স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষক বিথি খাতুন, শিক্ষার্থী মোঃ আয়ুব হোসেন, শান্তাহার মিথি ও রতœা ইসলাম সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.