
ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে পশুহাট ও মাছ বাজারে মাস্ক বিতরণ
আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছার পৌর সদরের পারপাজারের স্থানীয় পশুহাট ও মাছ বাজারে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে স্থানীয় পশুহাট ও মাছ বাজারে আগত ক্রেতা বিক্রতাদের মাঝে একহাজার মাস্ক বিতরণ করেন। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, পেন ফাউন্ডেশনের এ্যাডমিনিস্ট্রেশন অফিসার মোঃ আয়ুব হোসেন, প্রোগ্রাম ম্যানেজার রত্না ইসলাম, স্বেচ্ছা সেবক টীম লিডার জুবায়ের বিন মকলেছ, স্বেচ্ছা সেবক রোহান সহ আরো অনেকে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, সম্প্রতি কোভিড-১৯ এর চতুর্থ ঢেউ শুরু হওয়ার কারণে করোনা আক্রান্তের হার অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ থেকে রক্ষা এবং মানুষকে সচেতন করতে আমরা ধারাবাহিত ভাবে মাস্ক বিতরণ করছি এবং ভবিষাতেও এ কার্যক্রম চলমান থাকবে।