আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। উক্ত গ্রামের মালেশিয়া প্রবাসী আপন দুই ভাইয়ের দুই মেয়ে। মৃত শিশুরা হল ইয়ামিন হোসেনের মেয়ে সুমাইয়া (৩) ও ইয়াসিন হোসেনের মেয়ে সুরাইয়া (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাদা, দাদী ও মায়ের সাথে অবুঝ শিশু সুমাইয়া ও সুরাইয়া তাদের পুকুরে মাছ ধরতে গিয়ে তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে কিছুক্ষণ পরে পরিবারের লোক জন্য শিশু দুটিকে না দেখতে পেয়ে তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই চাচাতো বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। তাদের মৃত অবস্থায় উদ্ধার করে পরিবার। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, শিশু দুটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনার বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.