আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে "ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" শীর্ষক মেলায় জনসেবা প্রদানকারী সরকারি দপ্তরসমূহের মধ্যে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস প্রথম স্থান অধিকার করেছে।
বুধবার বিকেলে মেলা শেষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: মো: নাসির উদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারমান লুবনা তাক্ষী সহ আরো অনেকে।
প্রথম স্থান অধিকার করার বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন বলেন, আমরা সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে দেশে ডিজিটাল বাংলাদেশ তৈরীর অংশিদার হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা আগেও প্রথম হয়েছি এবারও হয়েছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.