আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীতে রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার মিতু, তথ্য আপা রুখসানা সুলতানা, থানার এসআই (নিঃ) সুব্রত কুমার কুন্ডু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপার ভাইজার ছন্দা দত্ত, মিতা মন্ডল, জেন্ডার প্রমোন্ডার আব্দুল্লাহ আল মামুন, তাহুরা খাতুন, তিষা আক্তার পাপিয়া, শিক্ষক সমির কুমার চক্রবর্তী, শফিকুল ইসলাম, রিজন বিশ্বাস, হাসান আল মামুন শামীম, রাজু হোসেন, বিশ্বজিৎ, তপন হালদার, মুকুল হোসেন, শঙ্খমিত্রা গাঙ্গুলী, চম্পা খাতুন সহ আরো অনেকে।
উল্লেখ্য, উপজেলার ১২টা কিশোর-কিশোরী ক্লাবের ৬০জন শিক্ষার্থীদের মধ্য থেকে কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাংঙ্কন, দৌড় ও বালিশ বদল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিটা বিষয়ের উপর ১ম, ২য় ও ৩য় নির্ধারণ করে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.