আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই ¯েøাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বনির্ভরতার জন্য সহায়তায় ২০২৩-২৪ চক্রের ভিডাবিøউবি উপকার ভোগী মহিলাদের মধ্যে কার্ড বিতরণ ও উপজেলা পর্যায়ে আইজিএ প্রকল্পের ১৭তম ব্যাচের প্রশিক্ষনার্থীদের ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ'র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক'র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, উপজেলা উপ সহকারী প্রকৌশল অন্তরা সরকার মিতু সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একাডেমীক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.