আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাশি নাথ বসু (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি কৃষ্ণনগর গ্রামের মৃত মুরারী মোহন বসুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৮ ফেব্রæয়ারি) সন্ধ্যায় কৃষ্ণনগর পুজা মন্দিরপাড়ার জনৈক্য মান্নানের বাঁশ বাগান থেকে কাশি নাথ বসুর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১হাজার ৮শত টাকা সহ ব্যবসায়ী কাশি নাথ বসুকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৭। তারিখ-০৮/০২/২০২৩ইং। বৃহস্পতিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী কাশি নাথ বসুর বিরুদ্ধে বিভিন্ন সময় আমার নিকট অভিযোগ আসে। তার বিষয়ে আমি নিজেই সকালে তথ্য অনুসন্ধানে বের হই। এবং ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যার পরে আমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.