আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন পেন ফাউন্ডেশন ও ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল: বয়স নির্বিশেষে সাম্য: সব বয়ষীদের জন্য এক বিশ্ব। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আরব আলী প্রধান অতিথির বক্তেবে বলেন অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই এসডিজি বা টেকসই অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্য পরিবর্তন ব্যবস্থায় যুবদের ভূমিকা অগ্রগণ্য। অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড বিজয়ী সফল নারী উদ্যোক্তা মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাবেক উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা ইমদাদুল হক ইমদাদ, সাদা মনের মানুষ মো. ছায়েদ আলী, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুল কবির হ্যাপি। আলোচনাসভা শেষে উপস্থিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের অভিভাবক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী জনাব আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক তাহেরা খাতুন রুমি ও শ্যামলী ইয়াসমিন, কমিটির সদস্য জানুমন, স্বেচ্ছাসেবক শান্তাহার মিথি, তুষার কুমার, রোহান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.