আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় প্রায় দুইশতাধিক অসহায় মানুষের মাঝে দু’টি সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেছেন। সংগঠন দুইটি হল যশোরের ইউনিভার্সল এসএসসি-৮৯ ও ঝিকরগাছার নিশানা লেডিস ক্লাব। শনিবার সকাল ১১টার সময় পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম'র ভিতরে শীতবস্ত্রের মধ্যে শালচাদর ও কম্বল বিতরণে যশোরের ইউনিভার্সল এসএসসি-৮৯ ও ঝিকরগাছার নিশানা লেডিস ক্লাবের এডমিন ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের ইউনিভার্সল এসএসসি-৮৯ সদস্য নুরুল আমিন মুকুল, মীর কামরুজ্জামান মনি, জহুরুল ইসলাম রাজিব, ইলিয়াস ভাট্টি, আরমিন জাহান, ঝিকরগাছার নিশানা লেডিস ক্লাবের মডারেটার রুমানা, সদস্য মারিয়া আকতার, শারমীন ইভা, সাজেদা আফরিন, নুসরাত কনা, আকলিমা আখি, রওশনারা শিখা, পারভীন আফার, হাসিনা বানু, শবনম ভাট্টি, রেহেনা বানু সহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.