Type to search

ঝিকরগাছার গঙ্গানন্দপুরের নায়েবের বিরুদ্ধে দেরিতে অফিস করার অভিযোগ

ঝিকরগাছা

ঝিকরগাছার গঙ্গানন্দপুরের নায়েবের বিরুদ্ধে দেরিতে অফিস করার অভিযোগ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিনের  বিরুদ্ধে দেরিতে অফিসে আসার অভিযোগ উঠেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, জনপ্রশাসনের বিধি-৪ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে রমজান মাসে  রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৯ঘটিকা হতে বেলা ৩.৩০ ঘটিকা পর্যন্ত পবিত্র মাহে রমজান মাসে সাহ্রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সময় নিধারণ করা হলেও সরকারি উক্ত প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিন তার কর্মস্থলে যোগদান করার পর থেকেই তিনি প্রতিনিয়ত অফিসে দেরিতে আসেন। যার কারণে অফিসে সেবা প্রত্যাশী এলাকার সাধারণ মানুষের ভোগান্তীর শেষ নেই। ঘটনার বিষয়ে সোমবার (১৭ মার্চ) সকাল ১০টা ২০মিনিটের  সময় তার কর্মস্থলে সংবাদকর্মীরা তাল ঝুলা অবস্থায় দেখতে পায়। ঘটনার বিষয়টি নিয়ে এলাকার সর্বসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিন বলেন, আমি প্রতিনিয়ত ঝিনেদাহ জেলার কালিগঞ্জ থানার আন্দোলপোতা গ্রাম থেকে আসা যাওয়া করি। তাতে হয়তো একটু দেরি হয় তাতে সমস্যা কি ?
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, তিনি তো ঠিক মত অফিস করেন। যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টা আমি দেখছি।