
- আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সাইবার ক্রাইম, বিকাশে প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী নূর মোহাম্মদ। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার অনেক ক্ষেত্রে অপরাধের জন্ম দিচ্ছে। শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজ ধ্বংসের অন্যতম কারণ এগুলো প্রতিরোধে শিক্ষকরাই প্রথম ভূমিকা রাখতে পারেন।
বল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মগবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক কেএম নুরুল ইসলাম, আব্দুল আলিম @ ডালিম, গোলম সরোয়ার, আঞ্জুয়ারা খানম, বিমল ঘোষ, বিলকিস খাতুন, সুলতানা পারভীনসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।