
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে সদ্য যোগাদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা দেন ঝিকরগাছা প্রেসক্লাসসহ সকল সংবাদিকবৃন্দ।
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের কার্যক্রমে বসে থাকার কোন সুযোগ নাই। আপনারা আমাকে বসিয়ে রাখলে, আমি বসে থাকবো! আর আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে সাথে নিয়ে আমি দুর্বারগতিতে এগিয়ে চলে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবো। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা আমাকে কি ভাবে চালাবেন। আপনারা সমাজের দর্পন। আপনারা সমাজের ক্রটি বিচ্যুতি তুলে ধরলে আমার কাজের ধারাবাহিকতা প্রসারিত হবে। আশাকরি আপনারা এই উপজেলার সকল ভেদাভেদ ভুলে নাগরিকের সুবিধা-অসুবিধা গুলো অবগত করবেন। কোন মিথ্যা বানোয়ট প্রচারের মাধ্যমে উপজেলা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে তুলবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জালাল উদ্দিন। এসময় উপস্থিত ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক ইলিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, তারিক মাহমুদ, এম.আর মাসুদ, এম. আলমগীর হোসেন, আফজাল হোসেন চাঁদ, রেজোয়ান বাপ্পী, মোহাম্মদ আলী জিন্নাহ, কে এম ইদ্রিস আলী, আবিদুর রহমান, সেলিম হুসাইন রনী, আশরাফুল আলম রানা, রাফিউল ইসলাম, আসাদুর রহমান আসাদ সহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.