আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম এল) মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টার সময় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক বিষয়ের উপর মতামতের আয়োজন করেন থানা প্রশাসনের অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী। এসময় তিনি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা তোমাদের পাশে আছে। তোমাদের মনোযোগ সহকারে লেখাপাড়া করতে হবে। তোমাদের সামনের আসছে অগ্রগামী সুন্দর ভবিষ্যৎ। প্রতিটা শিক্ষার্থী প্রাপ্ত বয়সের আগে বা নিজের পায়ে না দাড়ানো পর্যন্ত বাল্যবিবাহ থেকে বিরত থাকবে। তোমাদের চলার পথে কোন অসাধু ব্যক্তিদের দ্বারা ইভটিজিং ও কিশোর গ্যাং এর শিকার হলে সেই কর্মকান্ড প্রতিরোধ করতে আমি ও আমার টিম সর্বদা তোমাদের পাশে থাকবে। তোমরা সর্বদা মনে রাখবে তোমাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সোনার বাংলা। আর সেই সোনার বাংলাকে বিশ্বের দরবারে উপস্থাপনের তোমাকেই সর্বপ্রথম ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম এল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.