আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক বিষয়ের উপর কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা প্রশাসনের অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে মা-বাবার মুখ উজ্জ্বল করো ও জাতির কল্যাণে ভূমিকা পালন করে এলাকার শ্রেষ্ঠ সন্তানের কাতারে তোমাদের নাম লিপিবদ্ধ করবে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সহকারী শিক্ষক আসলাম হোসেন সহ স্কুলের অ্যাডহক কমিটি সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.