Type to search

ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

জাতীয়

ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সমানে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর—২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।
২০২৩—২৪অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪—২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং ২০২৩—২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা ব্যবহারের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যেনারিকেল চারা সহায়তা প্রদান কর্মসূচির চারা বিতরণ বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক শাহ জামাল শিশিরসহ ভুক্তভোগী কৃষক—কৃষানীবৃন্দ।
উল্লেখ্য, একই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি যশোর—২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের হাতে তুলে দেন।