
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ইজিবাইকে যাত্রীর ছদ্মবেশে অচেতন করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মোছাঃ মনোয়ারা বেগম (৩৯) নামের এক নারী। তিনি গদখালী ইউনিয়নের টাওরা গ্রামের মোঃ সফিকুল ইসলামের স্ত্রী। এবিষয়ে তিনি বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই অনুমান দুপুর ১টা ১৫ মিনিটের সময় বাদী ও বাদীর স্বামী তাদের পারিবারিক জরুরি কাজ মিটিয়ে থানাধিন পায়রাডাঙ্গা-জামতলা গ্রাম হইতে তাদের নিজ বসত বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে একটি অজ্ঞাতনামা ইজিবাইকে উঠে, এরই প্রতিমধ্যে উক্ত অজ্ঞাতনামা ইজিবাইক চালকের নেতৃত্বে কিছু সময় পর কয়েকজন অজ্ঞাতনামা বিবাদীগণ যাত্রীর ছদ্মবেশে উক্ত ইজিবাইকে প্রবেশ করে। এর পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা বিবাদীগণ হঠাৎ কোনপ্রকার কারণ ছাড়ায় শয়তানের নিশ্বাস/অজ্ঞান নাশক ঔষধ রুমালের মাধ্যমে বাদি ও বাদীর স্বামীর নাকে, মুখে, চেপে ধরে তাদের অজ্ঞান/অচেতন করে ফেলে এবং বাদীর পরিহিত ০১ (এক) টি স্বার্ণের রুলি, ০১ (এক) জোড়া স্বর্ণের কানের দুল সহ অনুমান নগদ তিন হাজার টাকা জোরপূর্বক তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। এর পরবর্তীতে প্রায় অজ্ঞান/অচেতন অবস্থায় থানাধিন বেনেয়ালী বাজারের পূর্বে এক ফাঁকা স্থানে তাদেরকে উক্ত শয়তানের নিশ্বাস/অজ্ঞান নাশক ঔষধের মাধ্যমে সম্মোহিত করে অন্য একটি অজ্ঞাতনামা ইজিবাইকে উঠিয়ে দেয়। এর পরবর্তীতে অজ্ঞান/অচেতন অবস্থায় বাদী ও বাদীর স্বামী কোনমতে বাড়িতে পৌছে শারীরিক ও মানসিক ভাবে ভিষণভাবে অসুস্থ্য হয়ে পরি। এবং উক্ত অজ্ঞাতনামা বিবাদীগণের এহেন কর্মকান্ডের ফলে বাদী ও বাদীর পরিবারের সকল সদস্যগণ এখন আর্থিক ও মানসিক ভাবে ভিষণ ক্ষতির সম্মুখিন হয়েছেন। থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।