প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:০৩ পি.এম
জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস বোসকে কারাগারে প্রেরণ
নড়াইল প্রতিনিধি
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।গত ৪ আগষ্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত এজাহারভূক্ত মামলার ৩নং আসামি সুবাস চন্দ্র বোস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত-কর্মীরা।এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।ঘটনা উল্লেখ করে ৯০ জনকে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন না দিয়ে আগামি ৪ সপ্তাহের মধ্যে নি¤œ আদালতে হাজির হতে আদেশ দেন।উচ্চ আদালতের আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.