জীবননগরে আগুনে পুড়লো ডায়াগনস্টিক সেন্টার

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গার জীবননগরে আগুনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।এই অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে সড়কের সোলাইমান সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জীবননগর হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার মুহুর্তে খবর দেয়া হয় জীবননগর ফায়ার সার্ভিসের কাছে। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, রাত সাড়ে বারোটার দিকে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুনে সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে দেড় থেকে দুই লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।