ডেক্স রিপোর্ট ঃ জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে (এমপি) অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (এমপি)। তাঁর পরিবর্তে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে মহাসচিব করার ঘোষণা দিয়েছেন। আজ রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক সাংগঠনিক আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ আজ রোববার থেকে কার্যকর বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার (এমপি) স্থলাভিষিক্ত হবেন।
১৯৮৬ সালের ১ জানুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেন। এ পর্যন্ত জাতীয় পার্টি কয়েক দফা ভাগ হয়েছে।
মৃত্যুর আগে দলটির মহাসচিব পদে কয়েক দফা রদবদল করেন এরশাদ। একইভাবে তাঁর ভাই জি এম কাদের দলটির চেয়ারম্যান হওয়ার পর হঠাৎ এমন পরিবর্তন আনলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.