Type to search

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ নড়াইল সদর উপজেলার ইউএনও সাদিয়া ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত

নড়াইল

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ নড়াইল সদর উপজেলার ইউএনও সাদিয়া ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত

নড়াইল প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা
নির্বাহী অফিসার  নির্বাচিত  হয়েছেন সদরের ইউএনও সাদিয়া ইসলাম। সোমবার
(৬মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল
আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ
অবদানের স্বীকৃতিস্বরূপ নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার  নির্বাচন করা হয়েছে। আগামী ১২মার্চ ঢাকা
ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান করা হবে।
জানা গেছে, নড়াইলে তিনি বিভিন্ন প্রাথমিক স্কুলে গিয়ে গরীব ও মেধাবী
ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেওয়া ও শিক্ষা ক্ষেত্রে সহায়তা, ক্লাসে
পাঠদান, মিড ডে মিল চালু, কাব স্কাউট গঠনসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে
কাজ করে থাকেন।
সম্প্রতি তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে নড়াইল সদরের শ্রেষ্ঠ উপজেলা
নির্বাহী অফিসার হিসেবে এবং  ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল
নারী হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।  তিনি যশোর-১
আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা কে এম নজরুল ইসলামের কন্যা এবং ব্যক্তি
জীবনে একজন আবৃত্তি শিল্পী।
সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
সর্বশেষ ২০২১ সালের ৬মে  নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান
করেন।